মাশরাফিকে ফোন দিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ১১:৩৩ এএম

ক্রীড়াপ্রেমী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খ্যাতি নতুন নয়। সুযোগ পেলেই বাংলাদেশের খেলা দেখেন। তাই তো সিরিজ জয় করার পর টাইগার অধিনায়ককে অভিনন্দন আর মাতৃস্নেহ শুভাশীষ জানাতে মাশরাফিকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী।

সাধারণত বিজয়ী দলের অধিনায়কের সাথে ম্যাচসেরা পারফরমাররা সংবাদ সম্মেলনে অংশ নেন। তবে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করার পর অধিনায়ক মাশরাফি আর ম্যাচসেরা মেহেদী হাসান মিরাজ একসঙ্গে সংবাদ সম্মেলনে আসেননি।

শুক্রবার(১৪ ডিসেম্বর) ম্যাচ জয়ী হওয়ার পর ম্যান অব দ্য ম্যাচ মেহেদী হাসান মিরাজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলতে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসার মিনিট তিনেক পর বের হন অধিনায়ক মাশরাফি। 

সরাসরি না হেঁটে ড্রেসিংরুম থেকে বেরিয়ে পশ্চিম দিকে হাঁটা দিলেন টাইগার ক্যাপ্টেন। কানে মোবাইল লাগানো, দূর থেকেই বোঝা গেল মুঠোফোনে কারও সঙ্গে কথা বলছেন তিনি।

কার সাথে কথা বলছিলেন নড়াইল এক্সপ্রেস? মাঠের মাঝামাঝি পার হয়ে যাওয়া সাংবাদিক বহরে তখন গুঞ্জন, ফিসফাস।

পরে জানা গেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেছিলেন অধিনায়ক মাশরাফিকে। সিরিজ জয় করার পর টাইগার অধিনায়ককে অভিনন্দন আর মাতৃস্নেহ শুভাশীষ জানাতেই মাশরাফিকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি মাশরাফির শরীরের খোঁজ-খবরও নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিনায়কের হ্যামস্ট্রিং ইনজুরির কথা শুনে তাকে বিশ্রামে থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।

বিডি২৪লাইভ/এসএ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: