টাঙ্গাইলে অভিবাসী দিবস পালিত

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:২২ পিএম

'অভিবাসীর অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার' এই স্লোগান কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করেছে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান জনশক্তি সংস্থা।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে পৌর উদ্যানে বণ্যার্ঢা র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রসাশকের কার্যালয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক কার্ত্তিক চন্দ্র দেবনাথ, বেসরকারী সংস্থা আরপিডিও’র নির্বাহী পরিচালক রওশন আরা লিলি প্রমুখ।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: