‘মির্জা ফখরুল নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায়’

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৪:০১ পিএম

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম নানা কথা বলে সব সময় নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। ইতিমধ্যে দেশে সেনা ও নৌবাহিনী মোতায়েতন করা হয়েছে। ৩০ তারিখ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে গণসংযোগে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আগামী ৩০ ডিসেম্বর মানুষ শান্তিপূর্ণভাবে নৌকায় ভোট দিয়ে। মানুষ নৌকাকে ভোট দিয়ে নির্বাচিত  করবে। ড.কামাল হোসেন কথায় কথায় উত্তেজিত হয়ে যান। একজন নেতা উত্তেজিত হলে তাকে মানুষ আর নেতা মনে করে না।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, প্রচার প্রকাশনা সম্পাদক ও বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লবসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃত্ব।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: