মেজর হাফিজের সাথে ফোনালাপকারী গ্রেফতার

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১২:৪৩ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ভোলা-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সাথে ফোনালাপকারী মো: বাবুল বিশ্বাস (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৮ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে ভোলার লালমোহন থেকে তাকে গ্রেফতার করে লালমোহন থানায় সোপর্দ করে র‌্যাব-৮।

শুক্রবার সন্ধ্যায় ভোলায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে র‌্যাবের সিনিয়র এএসপি সোয়েব আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

বাবুল লালমোহন কাজিরাবাদ এলাকার মোঃ কালু বিশ্বাসের ছেলে।

র‌্যাবের সিনিয়র এএসপি সোয়েব আহমেদ প্রেস ব্রিফিংয়ে জানান, ভোলা-৩ আসনের বিএনপির  মনোনীত প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হামলা ও সহিংসতার জন্য স্থানীয় বাবুল বিশ্বাসের সাথে ফোনালাপ করেন।

গণমাধ্যমে ফোনালাপ ফাঁস হলে এ সূত্র ধরে শুক্রবার ভোররাত ৩টার দিকে অভিযান চালিয়ে লালমোহন ফরাজী বাজার থেকে তাকে গ্রেফতার করি। পরে আমরা তাকে লালমোহন থানায় সোপর্দ করি।

তিনি আরও জানান, তার পুরো পরিচয় এবং তার সাথে প্রাথমিক অবস্থায় কিছু পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আরও তথ্য পেলে আমরা আপনাদের জানাবো।

এ ঘটনায় বাবুল বিশ্বাস ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নামে লালমোহন থানায় মামলা দায়ের করা হয়।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: