বছরের প্রথম দিনটি যেমন কাটবে আপনার?

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:০৭ পিএম

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মকর। আপনার ওপর প্রভাবকারী গ্রহ:  রবি ও শনি। ১ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর রবির প্রভাব প্রবল। 
আপনার শুভ সংখ্যা: ১,১০,১৯,২৮।

আপনার শুভ বর্ণ: নীল ও কমলা।

শুভ গ্রহ ও বার: শনি ও রবি।

শুভ রত্ন: নীলা ও রুবী।

আজকের দিনে জন্মগ্রহণকারী বিখ্যাত ব্যক্তিরা হলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, বিদ্যা বালান, নানা পাটেকার প্রমূখ।

আজকের দিনের শুভ বর্ণ: আজ আপনার জন্য লাল, কমলা ও নীলের সমন্বয় ভালো ফল বয়ে আনবে।

আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময় হলো: সকাল: ৮:২০- ১১:৫২ ও রাত : ৮:১৪-৯:০৫, ১০:০০-১২:৪০ এর মধ্যে।

চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। ১১শী তিথি, শেষ রাত: ৪:২০ থেকে ১২শী তিথি চলবে।

মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার ব্যবসায়ীক কাজে অগ্রগতি আশা করা যায়। আমদানী ও রপ্তাণী বাণিজ্যে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হতে হবে। আজ কর্মস্থলে কোনো সহকর্মীর সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। অধীনস্ত কর্মচারীর উপর বেশী নির্ভর করা ঠিক হবে না। কারো সাথে অকারনে চেচামেচি করতে পারেন। ঠান্ডাজনিত পীড়ায় ভোগার আশঙ্কা প্রবল।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ প্রেমিক প্রেমিকার দেখা হওয়ার যোগ প্রবল। কোনো উপহার পেতে ও দিতে পারেন। সন্তানের সাথে স্কুলে যাওয়ার যোগ প্রবল। শিল্পী ও কলাকুশলীরা বছরের প্রথম দিনেই কোনো চুক্তি করতে পারেন। সৃজনশীল কাজে সাফল্য আসবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার প্রত্যাশা পূরণের দিন। বাড়ীতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। জাতিকারা আজ গৃহস্থালী কাজে ব্যস্ত হতে পারেন। যানবাহন ক্রয় করার যোগ প্রবল। কর্মস্থলে কোনো সাফল্য লাভের সম্ভাবনা। মায়ের কাছ থেকে উপহার পেতে পারেন।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বস্ত্র ও স্বর্ণালঙ্কার লাভের যোগ প্রবল। গার্মেন্টস ব্যবসায়ীরা কোনো বৈদেশীক অর্ডার পেতে পারেন। ছোট ভাই বোনের জন্য কেনাকাটার যোগ প্রবল। সাংবাদিক ও মুদ্রণ ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। বিকাশ এজেন্টদের আশানুরুপ আয়ের যোগ।

কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার আজ বকেয়া ধন লাভের যোগ প্রবল। আজ কর্মস্থলের কোনো অনুষ্ঠানে আপ্যায়িত হবার সম্ভাবনা। শ্যালক শ্যালিকার বাড়ীতে বেড়াতে যেতে পারেন। খুচরা বিক্রেতাদের লাভের অঙ্ক বৃদ্ধি পাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার আজ দিনটি বলবান। রোমান্টিক বিষয়ে সাফল্য পেতে পারেন। সৃজনশীল পেশাজীবীদের সুনাম সম্মান বৃদ্ধি পাবে। আজ ব্যবসায়ীক কাজে সাফল্য লাভের যোগ। কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হতে পারেন। শরীর ভালো যাবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার ভ্রমন যোগ প্রবল। সাংসারিক কাজে দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীরা কর্মস্থলে সাফল্য পাবেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায় আশানুরুপ লাভের আশা করতে পারেন। আইনগত জটিলতায় হাজিরা দিতে হতে পারে।

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি সাফল্যের। আজ প্রভাবশালী বন্ধুর সাহায্য পেতে পারেন। ঠিকাদারী ব্যবসায়ীরা কোনো নতুন কাজের জন্য যোগাযোগ করতে পারেন। ব্যবসায় আয় রোজগার বৃদ্ধি পাবে। বড় ভাইকে কিছু টাকা সাহায্য করতে হবে।

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): মকর রাশির জাতক জাতিকার আজ কর্মক্ষেত্রে সম্মান ও পদমর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজে সফল হবেন । কোনো প্রভাবশালী লোকের সাহায্যে চাকরী সংক্রান্ত তদবিরে অগ্রগতি হবে। পিতার সাথে কোথাও বেড়াতে যেতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী -১৮ ফেব্রুয়ারী): কুম্ভের জাতক জাতিকার বিদেশ যাত্রার যোগ প্রবল। জীবীকার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন হবে। ধর্মীয় ও আধ্যাত্মীক যোগাযোগ শুভ। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। শিক্ষক ও গবেষকদের দিনটি শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): মীনের জাতক জাতিকার দিনটি ঝামেলা পূর্ণ। চাকরীজীবীরা ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন। ব্যাংক কর্মচারীদের কাজের চাপ কম থাকবে। ব্যবসায়ীক ক্ষেত্রে কিছু ঝুঁকি নিয়ে সফল হতে পারেন। আজ চিকিৎসক ও ঔষধ বিক্রয় প্রতিণিধীরা ভালো আয় করতে পারেন।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: