মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়লেন যেসব প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০১৯, ০৫:৩৩ পিএম

একাদশ সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে ৪৬ জন সদস্য আমন্ত্রণ পেয়েছেন শপথ নেওয়ার জন্যে। এর মধ্যে মন্ত্রী হিসেবে ২৪ জন, প্রতিমন্ত্রী হিসেবে ১৯ জন এবং ৩ উপমন্ত্রী জন সদস্য।

নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে আগামীকাল সোমবার (৭ জানুয়ারি)। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যারা জায়গা পেতে যাচ্ছেন তাদের শপথগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ রোববার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তবে চমক দেখিয়ে এবারের মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন আওয়ামী লীগের সিনিয়র হেভিওয়েট নেতারা।

এর মধ্যে বাদ পড়লেন যেসব প্রতিমন্ত্রী তারা হলেন: মোঃ মুজিবুল হক (চুন্নু), প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মির্জা আজম, প্রতিমন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ড. শ্রী বীরেন শিকদার, প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া বেগম মেহের আফরোজ প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক বেগম তারানা হালিম, প্রতিমন্ত্রী, তথ্য মন্ত্রণালয় মোহাম্মদ নজরুল ইসলাম, প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ, প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় কাজী কেরামত আলী, প্রতিমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: