বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০১৯, ০৪:৪৯ পিএম

১৪ বিজিবি পত্নীতলার অধীনস্থ রাধানগর বিওপির গুড়কি নামক এলাকায় মঙ্গলবার রাত আনুঃ ৮টায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১টি মোবাইলসহ ১জনকে আটক করেছে।  

জানাগেছে, ১৪ বিজিবি পত্নীতলার অধীনস্থ রাধানগর বিওপির টহল কমান্ডার নাঃ মোঃ আঃ গাফফার এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৩/২-এস হতে আনুঃ ৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে গুড়কি নামক এলাকায় মঙ্গলবার (৮ জানুয়ারী) রাত আনুঃ ৮টায় অভিযান চালিয়ে পত্নীতলা উপজেলার শীতল গ্রামের মোঃ নাইমুল হকের ছেলে মোঃ আঃ রাজ্জাক (৩০)কে ৬০বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১টি মোবাইল (Winmax-MH4) সহ আটক করে। যার সিজার মূল্য-২৫ হাজার ৬৫০টাকা। 

এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে একই এলাকার এখলাছ উদ্দীনের ছেলে সেলিম (৩০), সাইদুর রহমানের ছেলে আল-আমীন (২২) এবং মৃত রায় চরণ বর্মণের ছেলে জিতেন (৩৫) উক্ত স্থান থেকে দৌঁড়ে পালিয়ে যায় বলে বিজিবি ক্যাম্প সূত্রে জানাগেছে। 

আটককৃত আসামী আঃ রাজ্জাককে পত্নীতলা থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৯/২০১৯,  তাং- ০৮/০১/২০১৯ ইং।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: