টস হেরে ফিল্ডিংয়ে রাজশাহী

প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০১৯, ০৫:১৫ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ বুধবার (৯ জানুয়ায়রি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস ও খুলনা টাইটান্স। শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা দলপতি মাহমুদউল্লাহ।

দুই দলের জন্যই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। বেশি গুরুত্বপূর্ণ খুলনা টাইটান্সের জন্য। কেননা এবারের বিপিএলে টানা দুই ম্যাচ হেরে বিপদে আছে মাহমুদউল্লাহর দল।

প্রথম ম্যাচে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের কাছে তারা হেরেছে ৮ রানে। পরের ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস তো রীতিমত গুঁড়িয়ে দেয় খুলনাকে। ম্যাচটি ১০৫ রানে হারে মাহমুদউল্লাহর দল।

হারে শুরু হয়েছে রাজশাহী কিংসেরও। তবে তারা খেলেছে মাত্র একটি ম্যাচ। সাকিবের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ওই ম্যাচটিতে ৮৩ রানের বড় ব্যবধানে পরাজিত হয় মিরাজের দল।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: