লেবু বাগান থেকে মেয়ে শিশুকে উদ্ধার

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯, ০৪:৪৯ পিএম

হারুন-অর-রশীদ,
ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর শহরের রথখোলায় একটি লেবু বাগান থেকে আনুমানিক দেড় বছরের একটি মেয়ে শিশুকে পাওয়া গেছে। এরপর অভিভাবকহীন এই শিশুটিকে পুলিশ উদ্ধার করে ঢাকার আজিমপুরে শিশু নিবাসে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ জানুয়ারি) রাতে রথখোলার জনৈক কিংকর মিত্রের বাড়ির পাঁশে লেবু বাগানে শিশুটির কান্নার আওয়াজ পাওয়া যায়। এরপর তাঁকে সেখান থেকে উদ্ধার করে নাসিমা নামে এক মহিলার আশ্রয়ে রাখা হয় রাতে। অনেক খোঁজাখুজি করেও তার অভিভাকদের সন্ধান কিংবা পরিচয় পাওয়া যায়নি।

এদিকে ওইদিন সকালে খবর পেয়ে থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে কোতয়ালী থানায় নিয়ে আসে।

কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম সাংবাদিকদের জানান, অভিভাবকহীন শিশুটিকে সমাজ সেবা অধিদপ্তরের স্থানীয় মহিলা ও শিশু কিশোরী হেফাজতিদদের নিরাপদ আবাসন কেন্দ্রে পাঠানো হয়েছিলো। কিন্তু দেড় বছরের শিশুকে সেখানে রাখতে কর্তৃপক্ষ রাজি হননি। এরপর বুধবার (৯ জানুয়ারি) বিকেলে তাকে ঢাকার আজিমপুরস্থ শিশু নিবাসের উদ্যেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

কি কারণে কিংবা কেনো মেয়েটি এভাবে সেখানে পাওয়া গেলো এব্যাপারে ওসি কিছু জানাতে পারেননি।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: