ব্রিজের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯, ০৬:৪০ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি পুরাতন ব্রিজের ছাদ ভাঙ্গার সময় ছাদ ধসে চাপা পড়ে ২ জন শ্রমিক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার (১০ জানুয়ারী) দুপুরে হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বুজরুক-কাদোশুকা গ্রামের উপর থাকা পুরাতন ব্রীজে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি আমিরুজ্জামান।

নিহত শ্রমিকরা হলেন, উপজেলার আমগাঁও ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের সহবুলের পুত্র তরিকুল ইসলাম (২০) ও একই গ্রামের আঃ রউফের পুত্র তজিবুর রহমান(৪৫)।

আহতরা হলেন, উপজেলার আমগাঁও ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের গুল মোহাম্মদের ছেলে আখের ও শাম মোহাম্মদের ছেলে জিয়াউর রহমান।

ওসি আমিরুজ্জামান বলেন, পুরাতন ব্রীজের ছাদ ভাঙ্গার সময় শ্রমিকদের উপর ছাদ চাপা পড়লে তারা দুজন মারা যান। এ সময় আহত হন আরও ২জন। আহতদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হরিপুর উপজেলা এলজিডি অফিসার আঃ ছামাদ বলেন, হরিপুর উপজেলার বুজরুক বড়পুল এলাকায় পরিত্যক্ত একটি ব্রীজ মুক্তার হোসেন নামে এক ঠিকাদার কে দেওয়া হয়েছে টেন্ডারের মাধ্যমে।আজ সেটি ভাঙতে গেলে এ দূর্ঘটনা ঘটে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: