শেরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯, ০৭:৪৬ পিএম

শেরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (১০ জানুয়ারী) বিকেলে শহরের চকবাজার এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল ওই সভায় সভাপতিত্ব করেন। 

সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, যুগ্ম সম্পাদক নাজিমুল হক নাজিম, এডভোকেট সুব্রত কুমার দে, শহর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক প্রকাশ দত্ত, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. নজরুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: