বিএনপির মহিলা দলের নেত্রী গ্রেফতার

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯, ০৯:৪৫ পিএম

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নাশকতার মামলায় আজিজা রহমান নামে এক মহিলা নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আজিজা রহমান মুক্তাগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে পৌরসভার মুজাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজিজা রহমানের বিরুদ্ধে নির্বাচন পূর্ব গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোলবোমা বিস্ফোরণ সংশ্লিষ্টতার অভিযোগে মুক্তাগাছা থানায় মামলা রয়েছে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: