মুন্সীগঞ্জে ডিসি পার্ক উদ্বোধন

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৯, ০৬:১৯ পিএম

মুন্সীগঞ্জে জনসাধারণের জন্য খুলে দেয়া হলো ডিসি পার্ক। এই উপলক্ষে শনিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের পুরাতন কাচারি এলাকার ডিসি পার্কে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ডিসি পার্কের শুভ উদ্বোধন করা হয়।

মুন্সীগঞ্জের ধর্ণাঢ্য ব্যক্তিদের আর্থিক সহায়তায় এবং জেলা প্রশাসকের উদ্যোগে ৪১ শতাংশ সরকারি সম্পত্তির উপর এই পার্কটি নির্মাণ করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

&dquote;&dquote;
জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডিসি পার্কের উদ্বাধন করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, সিভিল সার্জন ডা. মো: হাবিবুর রহমান, মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার প্রমুখ।

এই পার্ক উন্মুক্ত হওয়ায় মুন্সীগঞ্জে নবীন-প্রবীণদের বিনোদনের সুযোগ হলো। এর আগে জেলা শহরের বিনোদনের ব্যবস্থা ছিল না।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: