ঢাকা আন্তজার্তিক ক্বিরাত সম্মেলন ৮ই ফেব্রুয়ারী

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯, ০১:০৫ পিএম

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০১৯ শুক্রবার (৮ ফেব্রুয়ারী)  বাইতুল মুকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের মত এবারও বিশ্বের স্বনামধন্য ক্বারিগণ এবং বিভিন্ন দেশের আমন্ত্রিত মেহমান, বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথীবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ আরো অনেকে সম্মেলনে অংশ গ্রহণ করবেন।

এবছর বাংলাদেশ, ইরান, তুরস্ক, ব্রুনাই, মালেয়শিয়া, মিসরের ক্বারীগণ উপস্থিত থাকবেন।

১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের রেওয়াজ বাংলাদেশে চালু হয়েছিল যা হযরত মাওলানা ক্বারি মুহাম্মদ ইউসুফ রহ: এর হাত ধরে। হযরত মাওলানা ক্বারি মুহাম্মদ ইউসুফ রহ: ছিলেন ইক্বরার প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারি।

ক্বিরাত সম্মেলনে সভাপতি হিসেবে থাকবেন বাংলাদেশের প্রধান ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারি।

এবারের সম্মেলনের সার্বিক সহযোগিতায় ও পৃষ্ঠপোষকতায় রয়েছে পিএইচপি গ্রুপ এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: