অপহৃত শিশু উদ্ধার, ৪ কিশোর গ্রেফতার 

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯, ০৪:৪১ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ স্থানীয়দের সহায়তায় অপহরণের ২২ ঘন্টার মধ্যে অপহৃত শিশু ছাব্বির কে উদ্ধার করেছে। সেই সাথে অপহরনের সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে, গ্রেফতারকৃতদের বয়স প্রায় সকলেরই ১৮ বছরের নিচে।

অপহৃত ছাব্বির উপজেলার যশাই ইউপির কাঞ্চনপুর গ্রামের আকমল মোল্লার ছেলে। অপহৃত শিশুর পরিবার সুত্রে জানা যায় শুক্রবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় একই এলাকার এবো মোল্লার ছেলে নাজির মিথ্যা কথা বলে একটি অটো বাইকে করে পাটিকাবাড়ী বাজার এলাকায় নিয়ে যায়। সেখানে নাজিরের সাথে মামুন, শাকিল, সেলিম যোগ দেয় তারা শিশু ছাব্বিরকে অপহরণ করে মুক্তিপণ দাবীর পরিকল্পনা করে।

এরই আলোকে তারা পদ্মা নদীর চল এলাকায় ছাব্বিরকে আটকে রাখে, শনিবার (১২ জানুয়ারি) পরিকল্পনার অংশ হিসাবে ওই শিশুকে নিয়ে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার খোকসা নিয়ে যাওয়ার পথে বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির শাকিল বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় ভ্যানযোগে যাওয়া অপহরণকারীদের আটক করে স্থানীয় পুলিশ প্রশাসনের হাতে তুলে দেয়।

এসময় পুলিশ অপহরণকারী কিশোর অপরাধী নাজির, সেলিম, শাকিল ও মামুনকে আটক করে পাংশা থানায় নিয়ে আসে। 
রবিবার (১৩ জানুয়ারি) তাদের রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়। বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: