‘দেশের ১ শতাংশ মানুষেরও সমর্থন নেই বিএনপির’

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯, ০১:৩০ পিএম

বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ে আগামী ১৯ জানুয়ারি বিজয় উদযাপনের লক্ষ্যে কৃষক লীগ আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘দেশের ১ শতাংশ মানুষেরও জনসমর্থন নেই বিএনপি-জামায়াত জোটের। তারা কি ভাবে বলে আওয়ামী লীগকে হটাবে। এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।’

আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, ‘যে দল (বিএনপি) নির্বাচনে বিশাল পরাজয় বরণ করেছে, তারপরেও লজ্জা নেই। আমি মনে করি, তারা রাজনীতি থেকে পদত্যাগ করুক। তাদের যে প্রভু পাকিস্তানসহ সারা বিশ্ব প্রথানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছে। কিন্তু, বিএনপি কি করে বলে নির্বাচন সুষ্ঠ হয়নি। যেখানে সারা বিশ্ব বলছে নির্বাচন সুষ্ঠ হয়েছে।’

&dquote;&dquote;
ছবি: ফাইল ফটো।

বিএনপিকে কেন জনগণ ভোট দেবে উল্লেখ্য করে হানিফ বলেন, ‘তাদেরকে (বিএনপি) কেন জনগণ ভোট দেবে? তারা ক্ষমতায় থাকাকালীন কি কোন ভাল কাজ করেছে? তারা সরকারের ভেতরে সরকার তৈরি করেছে। তার নেতৃত্ব দিয়েছে বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ও খালেদার ভাইয়েরা।’

তিনি আরও বলেন, ‘যারা সন্ত্রাস, সহিংসতা এবং দুর্নীতি করেছে রাষ্ট্রীয় পৃষ্ঠ পোষকতায় আমি জনগণকে আহ্বান জানাবো বিএনপি যেন বাংলাদেশের মাটিতে আর ক্ষমতায় আসতে না পারে। এ জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।’

বিডি২৪লাইভ/এসবি/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: