হঠাৎ রুদ্ধদ্বার বৈঠকে বিএনপির মধ্যম সারির নেতারা

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বিএনপির মধ্যম সারির নেতারা।
আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এ বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, আহমেদ আজম খান, বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ উপস্থিত রয়েছেন।
এর আগেও দলের মধ্যম সারির নেতারা কয়েক দফা বৈঠক করেছেন। নির্বাচন পরবর্তী দলের করণীয় নির্ধারণ, দল পুনর্গঠন, অঙ্গসংগঠনগুলো শক্তিশালী করা, আন্দোলন-কর্মসূচি নির্ধারণ, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়সহ সার্বিক বিষয়ে করণীয় ঠিক করতেই তারা ধারাবাহিকভাবে এসব বৈঠক করছেন বলে জানা যায়।
এর আগে আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। তবে এই বৈঠকে উপস্থিত ছিল না জোটের প্রধান দল বিএনপির কোনো প্রতিনিধি।
বৈঠক শেষে আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় ঐক্যফ্রন্ট ‘জাতীয় সংলাপ’ করবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির অন্যতম নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তবে এই সংলাপে জামায়াত ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।
বিডি২৪লাইভ/এআইআর
সর্বশেষ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ, বাড়ি # ৩৫/১০, রোড # ১১, শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা - ১২০৭,
ই-মেইলঃ info@bd24live.com,
ফোন: ০২-৫৮১৫৭৭৪৪
বার্তা প্রধান: ০৯৬১১৬৭৭১৯০
নিউজ রুম: ০৯৬১১৬৭৭১৯১
মফস্বল ডেস্ক: ০১৫৫২৫৯২৫০২
ই: office.bd24live@gmail.com
Site Developed & Maintaned by: Primex Systems