সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ১২৬

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯, ০৮:২৯ পিএম

আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র তালেবান যোদ্ধারা। এ হামলায় নিরাপত্তা বাহিনীর ১২৬ সদস্য নিহত হয়েছেন।

আজ সোমবার (২১ জানুয়ারি) আফগানিস্তানের রাজধানী কাবুলের বাইরে একটি সামরিক বেস এবং পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

ওয়ারদক প্রদেশের রাজধানী মেইদন শাহর এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে ১২৬ জন নিহত হয়েছে।

তবে এ ঘটনা নিয়ে একজন সরকারি মুখপাত্র মন্তব্য করতে অস্বীকার করেন। এর আগে সরকার জানিয়েছে এ ঘটনায় ১২ জন নিহত হয়েছে।

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান সালিম আঘেরখাইল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র নাসরাত রহিমী জানান, ওয়ারদক প্রদেশের রাজধানী মেইদন শাহর’র ভিত্তি গেটে একটি গাড়ী বিস্ফোরণে এ বোমা হামলার দায় তালেবান যোদ্ধারা স্বীকার করেছেন।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: