৩৯ দলকে চিঠি দিবে ইসি

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯, ০২:২৫ পিএম

সিটি কর্পোরেশন ও জেলাপরিষদ নির্বাচনে কে কোন জোটের প্রতীকে নির্বাচন করবে তা জানতে নিবন্ধিত ৩৯ দলকে চিঠি দিবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্র এসবে তথ্য জানা গেছে। সূত্র জানায়, দল গুলোকে চিঠি দেওয়ার জন্য একটি চিঠি রেডি করা হয়েছে। দুই একদিনের মধ্যে তা পাঠানো হবে।

এর আগে একাদশ সংসদ নির্বাচনে বিএনপিসহ ইসির নিবন্ধিত ৩৯ টি দল অংশ নিয়েছিল। সে সময় নিবন্ধিত অনেক দল নিজেদের প্রতীক রেখে জোটবদ্ধ হয়ে নৌকা ও ধানের র্শীষে ভোট করে।

সংসদ নির্বাচনের পর ইতমধ্যে বিএনপি মৌখিক ভাবে ঘোষণা দিয়েছে তারা এ সরকার ও এ ইসির অধীনে কোন নির্বাচনে যাবে না।

জানাযায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ নির্বাচন এবং উত্তর ও দক্ষিণের ৩৬টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ভোট ২৮ ফেব্রুয়ারি হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ সময় ৯ ফেব্রুয়ারি। ২০১৭ সালে আদালতের স্থগিতাদেশের আগে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদেরও নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে বলে জানান ইসি সচিব।

ঢাকার এ নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন তাদের জামানাতের টাকা ফেরত দেওয়া হবে; এবার নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। এ জন্য নির্ধারিত সময়ে আগ্রহীদের মনোনয়নপত্র জমা দিতে হবে ।এ নির্বাচনে আগের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বহাল রয়েছে।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য মেয়র পদে উপনির্বাচন এবং নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল দিয়েছিল ইসি।

কিন্তু ওয়ার্ড সীমানা নিয়ে রিট আবেদনে রুল হওয়ার পর আটকে গিয়েছিল এই নির্বাচন। আদালত গত বুধবার সেই রুল খারিজ করে দেওয়ায় ভোটের পথ খুলেছে।

ইসি কর্মকর্তরা জানান, উত্তরের ৫৪ ওয়ার্ডে ভোটার ২৯ লাখ ৪৮ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ১৫,২২,৭২৬ ও নারী ১৪,২৫,৭৮৪। ভোট কেন্দ্র ১৩৪৯, ভোটকক্ষ ৭,৫১৬।

উত্তরের নতুন ১৮ ওয়ার্ডে ভোটার ৫,৭১,৬৮৪ (পুরুষ ২,৭৯,০৩৫ ও নারী ২,৮২,৬৪৯)।

দক্ষিণের ১৮ ওয়ার্ডে ভোটার ৪,৭৭,৫১০ (পুরুষ ২,৪৫,৪১৬ ও নারী ২,৩২,০৯৪); কেন্দ্র ২৩৩ ও ভোটকক্ষ ১২৪০।

সারাদেশে ৫ ধাপে উপজেলা পরিষদের নির্বাচন হবে। প্রথম ধাপের ভোট হবে ৮/৯ মার্চ। ৭-৮ দিন পর পর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের ভোট হবে। পঞ্চম ধাপের ভোট হবে পরীক্ষা ও রমজান শেষে ঈদের পরে।

পরবর্তী কমিশন সভায় কখন, কোন উপজেলায় ভোট হবে সে সংক্রান্ত তফসিল ঘোষণা করা হবে। প্রথম ধাপ ৮/৯ মার্চ; দ্বিতীয় ধাপ ১৮ মার্চ, তৃতীয় ধাপ ২৪ মার্চ ও চতুর্থ ধাপ ৩১ মার্চ করার প্রস্তুতি রয়েছে ইসি সচিবালয়ের।

বাংলাদেশে বর্তমানে ৪৯২টি উপজেলা পরিষদ রয়েছে। এর মধ্যে ৪৮০ টিতে এবার ভোট হব। বিভিন্ন সমস্যার কারণে ১২ টি উপজেলায় এবছর ভোট হবে না।

বিডি২৪লাইভ/এএইচ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: