রাঙ্গামাটিতে সড়ক দূর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯, ০৮:০৪ পিএম

রাঙ্গামাটি শহরের কাঠালতলী এলাকায় ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে  মোঃ শাওন (২৪) নামে এক মোটর সাইকেল আরোহি গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারী) বিকেলে কাঠালতলীস্থ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো আরো জানিয়েছে, গুরুতর আহত শাওন রাঙ্গামাটি জেলার ফায়ার সার্ভিস এলাকার সাংবাদিক আহম্মদ নবীর ছেলে। সে মোটর সাইকেল যোগে বাসায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা গাছ বোঝাই একটি ট্রাক (নাম্বার চট মেট্রো-ট-১৫-০২১৯) এর মুখোমুখী সংঘর্ষ হয় এবং তাকে চাপা দেয়।

এসময় মোটর সাইকেল আরোহী শাওনকে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্রগ্রাম হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে সদর থানার এস আই আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন। তবে ট্রাক জব্দ করা হলেও চালক হেলপার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।

অপর দিকে রাঙ্গামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। নিহতের নাম পরান চাকমা (২৮)। সে করেঙ্গাতলীর দেবরাজ চাকমার ছেলে আহত ব্যক্তি তনয় চাকমা (১৮) সে করেঙ্গতলীর নুরেশ চাকমার ছেলে বলে জানা গেছে। 

গত শুক্রবার দুপুর ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেকের ইউনিয়নের বাঘাইহাট সাজেক সড়কের দুইনং কালবার্ট নামক এলাকায় জীপগাড়ির সাথে সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।

পরে এলাকাবাসী ও বাঘাইহাট জীপ সমিতির লোকজন আহতদের উদ্ধার করে দীঘিনালা সাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে যায় এবং তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পরান চাকমা মারা যান।

সাজেক থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত  করেছেন এবং জীপগাড়ি ও মোটরসাইকেল দুটাই পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: