লক্ষ্মীপুরে পুলিশ সেবা সপ্তাহ’র উদ্বোধন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯, ০২:১০ পিএম

ইসমাইল হোসেন রবিন,
লক্ষ্মীপুর থেকে:

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৭ জানুয়ারি) সকালে সদর মডেল থানার সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং সেলের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সদর থানার সাধারণ সম্পাদক এহতেশাত হায়দার বাপ্পী প্রমুখ।

পরে জনসচেতনতায় পুলিশের পক্ষ থেকে পথচারী ও গাড়ি চালকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। পুলিশ সেবা সপ্তাহ চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: