বিশ্ব ইজতেমার প্রস্তুতি নিয়ে প্রশাসনের বৈঠক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯, ০৪:০৫ পিএম

আগামী ১৫ ফেব্রয়ারি থেকে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। 

সভায় ইজতেমার বিবদমান দুই পক্ষের সমানভাবে অংশগ্রহণ ও ঐক্যবদ্ধভাবে তিন দিনের এই ইজতেমা আয়োজনে করনীয় নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইজতেমা উদযাপনের বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মুসল্লিদের বিভিন্ন সেবা প্রদানসহ নানা বিষয় আলোচনায় স্থান পায়। 

এতে মহানগর পুলিশ, জেলা পুলিশ, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এছাড়া সভায় মাওলানা সাদ পন্থীগণের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হারুনুর রশিদ, ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ, মুফতি মিজানুর রহমান, ডা: আব্দুল আজিজ, অধ্যাপক আব্দুল হান্নান প্রমুখ এবং মাওলানা যুবায়ের পন্থীদের মধ্যে ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, ডা: আলী আজগর প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: