বগুড়ায় তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০০ এএম

বগুড়ায় তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা বৃহস্পতিবার রাতে বন্ধ করে দিয়েছে পুলিশ। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বগুড়ার ইজতেমা বন্ধ করে দেয়া হয়েছে।

এর আগে আয়োজক কমিটি বুধবার সকালে আম বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু করেন। বগুড়ার ঝোপগাড়ি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় দেশের বিভিন্ন এলাকা থেকে মুসুল্লিরা অংশ নেন।

পুলিশ রাতে এক বিশেষ ঘোষণা দিয়ে ইজতেমা বন্ধ করে দেয়ার জন্য আয়োজক কমিটিকে নির্দেশ দেয়। রাতে ইজতেমা বন্ধ ঘোষণার পর শুক্রবার ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ করেন কর্তৃপক্ষ।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: