মোটরসাইকেলে করে স্বর্ণপাচার, আটক ১

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৪ পিএম

ভারতে পাচারের সময় বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে ২ কেজি স্বর্ণের বার সহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল ইমরান উল্লাহ খান জানান, গোপন সংবাদের মাধ্যমে সংবাদ পায় বিপুল পরিমান স্বর্ণের চালান নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ শাহাবুদ্দিন সরদার নামে একজনকে আটক করা হয়।

পরে তার মোটর সাইকেল খুলে সেলফ মোটরের ভিতর থেকে ১৭ পিচ স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বার গুলি কাষ্টমস হাউসে ও আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটক শাহাবুদ্দিন সরদার বেনাপোল পুটখালী গ্রামের মোবারক সরদারের ছেলে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: