প্রাণীসম্পদ কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০০ এএম

দেশে প্রাণীজ আমিষ তথা মাংস ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে প্রাণী স্বাস্থ্যসেবা কর্মীদের দক্ষতা উন্নয়নে নাটোরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এসডিজি সমষ্টি প্রকল্পের আওতায় মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে শহরের একটি সম্মেলন কেন্দ্রে নাটোর ও পাশ্ববর্তী রাজশাহী জেলার প্রায় অর্ধশতাধিক প্রাণী স্বাস্থ্যসেবা কর্মীদের অংশগ্রহনে সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালা উদ্বোধন করেন বেসরকারী প্রতিষ্ঠান কেয়ার বাংলাদেশের সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার রিয়াজুল ইসলাম।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির আঞ্চলিক কর্মকর্তা ডাঃ ইমরান হোসেন, প্রাণীসম্পদ নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রাণ এগ্রোর নজের আলী, একমি ল্যাবরেটরির শহিদুল ইসলাম, এসিআইয়ের মামুনুর রশীদ, রেনাটার ডাঃ শারমিন, নারিশের ডাঃ নাজমুল ইসলাম, এসকেএফের ডাঃ মোঃ শরিফ, স্থানীয় প্রাণীসম্পদ সেবাদানকারী(এলএসপি) পাইকার, হকারসহ বরেন্দ্র ডেভলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকর্তাবৃন্দ।  

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: