কুমিল্লায় নিহত ১৩ শ্রমিকের পরিবারের কাছে চেক হস্তান্তর

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০০ এএম

কুমিল্লার ইট ভাটায় কয়লার ট্রাক চাপায় নিহত নীলফামারীর ১৩ শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে শ্রমিক কল্যান ফেডারেশনের অনুদানের চেক তুলে দেয়া হয়েছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে নিহত পরিবারের সদস্যদে হাতে এক লাখ টাকার করে চেক তুলে দেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

এসময় নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোতালেব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সাধারন) শাহিনুর আলম ও শ্রম মন্ত্রণালয়ের কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক সোমা রায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারী ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের ইমরান ইটভাটার একটি লেবার সেডে কয়লা ভর্তি ট্রাক উল্টে ১৩ শ্রমিক মারা যান। এসময় আহত হন ২ জন। নিহত এবং আহত সব শ্রমিকের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ও মীরগঞ্জ ইউনিয়নে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: