প্রথমবার সংসদে যাওয়া নিয়ে যা বললেন মাশরাফি (ভিডিও)

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৪ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারের রাতের ম্যাচে ঢাকা ডাইনামাইটসের কাছে পাঁচ উইকেটে হেরেছে রংপুর রাইডার্স। খেলা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হলে প্রথমবারের মতো সংসদ অধিবেশনের অনুভূতি জানতে চাইলে জবাবে রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা বলেন, ‘প্রেস কনফারেন্সে ক্রিকেটটাই থাকুক।’

বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতের খেলা শেষে এ সংবাদ সম্মেলনে মাশরাফি এ কথা বলেন।

প্রথমবারের মতো সংসদে যাওয়ার অনুভুতি কেমন ছিল তা নিয়ে মাশরাফিকে প্রশ্ন করেন এক সাংবাদিক। তবে বাংলাদেশ ক্রিকেট দলের এ অধিনায়কের সংসদে যাওয়ার অনুভূতি কেমন ছিল, তা আর সবার জানা হয়ে ওঠেনি। মাশরাফির ভাষায়, ‘প্রেস কনফারেন্সে ক্রিকেটটাই থাকুক।’ এ ছাড়া প্রশ্নকারী ওই সাংবাদিককে তিনি বলেন, ‘এ প্রশ্নের উত্তর বাইরে গিয়ে দেব আপনাকে।’

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি বিন মোর্ত্তজা। গত ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও সে সময় বিপিএলের কারণে ব্যস্ত থাকায় অধিবেশনে যোগ দিতে পারেননি তিনি।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর প্রথম সংসদে আসেন মাশরাফি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বিডি২৪লাইভ/এসএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: