ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষায় বহিষ্কার ১৪  পরীক্ষার্থী

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১০ পিএম

দিনাজপুর শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পঞ্চম দিন বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চম দিনের পরীক্ষায় ১৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৫৩৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির গড় হার ছিল শূন্য দশমিক ৩০ শতাংশ।

দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ মন্ডল জানান, এসএসসি পরীক্ষার পঞ্চম দিনে ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষায় ১ লাখ ৭৭ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষায় ১৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওইদিনের পরীক্ষায় ৫৩৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে গাইবান্ধায় ১ জন, নীলফামারীতে ১০ জন, লালমনিরহাট ১ জন, দিনাজপুর ১ জন ও ঠাকুরগাঁয়ে ১ জন।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ৮১ জন, গাইবান্ধায় ৫৯, নীলফামারীতে ৫৩, কুড়িগ্রামে ৭৯, লালমনিরহাটে ৪৪, দিনাজপুরে ১১৪, ঠাকুরগাঁয়ে ৫৯ জন ও পঞ্চগড় জেলায় ৪৭ জন।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: