জমে উঠেছে ফাইনাল

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৮ পিএম

বিপিএলে ফাইনাল ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেওয়া পাহারসম লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সাকিবের ঢাকা ডাইনামাইটস। ওভারের প্রথম দ্বিতীয় বলে রান আউটের শিকার হয়ে ফিরে যায় সুনিল নারাইন। তখন ঢাকার দলীয় রান ০। এরপর ক্রিজে আসেন রনি তালুকদার। ব্যাট করতে নেমেই দারণ ভাবে মোকাবেলা করেন কুমিল্লার বোলারদের। রনি তালুকদারের সাথে রান তোলার মিছিলে যোগ দেন উপুল থারাঙ্গাও। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকার সংগ্রহ ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১২০ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাকিবের ঢাকাকে জিততে হলে করতে হবে ২০০ রান। সন্ধ্যা ৭ টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

বিপিএলের ইতিহাসে তামিম ইকবাল ফাইনাল খেলার সুযোগ পেয়েছেন এই একবার। আর সেই ম্যাচে ব্যাট হাতে অনবদ্য তামিম। দেশসেরা এই ওপেনারের ব্যাট হতে আসে ৬১ বলে ১০ চার আর ১১ ছয়ে অপরাজিত ১৪১ রান। বিপিএল তো বটেই, সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটেও এটাই তামিম ইকবালের এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ এবং বিপিএল ইতিহাসের ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস (অধিনায়ক), আনামুল হক বিজয়, শামসুর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোহাম্মদ সাইফুদ্দিন, ওয়াহাব রিয়াজ, মাহেদী হাসান, সঞ্জিত সাহা।

ঢাকা ডাইনামাইটস একাদশ: উপুল থারাঙ্গা, সুনিল নারাইন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, নুরুল হাসান, মাহমুদুল হাসান, শুভগতা হোম, রুবেল হোসেন, কাজী অনিক।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: