এমপি হচ্ছেন সুবর্ণা মোস্তফা

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৬ এএম

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত এমপি হয়েছেন সুবর্ণা মোস্তফা।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশিত সংরক্ষিত নারী আসনের এমপিদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে ৩০০ আসনে সরাসরি ভোট হলেও জাতীয় সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকে। এই ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করার পর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করলে এমপি হবার জন্য আগ্রহ প্রকাশ করেন সুবর্ণা মোস্তফা।

উল্লেখ্য, অভিনয় জগতে বিশেষ অবদান রাখায় এবারের একুশে পদক পেয়েছেন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী সুবর্ণা মোস্তফা।

বিডি২৪লাইভ/এসএএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: