অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৫৫ পিএম

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দী ইউনিয়নের একডালা এলাকায় ইছামতি নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এই দন্ডাদেশ দিয়েছেন। 

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা এলাকায় ইছামতি নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে দেশীয় পদ্ধতিতে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীসহ সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় বাংলা ড্রেজারের সরঞ্জামাদি জব্দ করেছেন আদালত।

এছাড়া ছোনগাছা বাজারে চেকপোস্ট বসিয়ে মোটরযানের কাগজপত্র পরীক্ষা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় আঃ মোমিন নামে এক ট্রাক ড্রাইভারকে গাড়ী বৈধ কাগজপত্র না থাকা ও গাড়ীতে অবৈধ বাম্পার লাগানোর অপরাধে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর আওতায় ৫ হাজার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানেকালে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: