ইজতেমায় ২ মসুল্লরি মৃত্যু

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৯ এএম

গাজীপুর জেলার টঙ্গীতে তুরাগ নদের তীরে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে তাবলিগ জামাতের চার দিনব্যাপী ৫৪তম বিশ্ব ইজতেমা।

শুক্রবার (১৫ ফেব্রুয়া‌রি) ভোর ও বৃহস্প‌তিবার (১৪ ফেব্রুয়া‌রি) রা‌তে হৃদরোগে আক্রান্ত হয়ে বিশ্ব ইজতেমায় আগত দুই মসুল্লির মৃত্যু হ‌য়ে‌ছে। ‌নিহতরা হলেন- ফেনীর সফিকুর রহমান (৫৮) ও কুষ্টিয়ার মো. সিরাজুল ইসলাম (৬৫)।

বিশ্ব ইজতেমার মাজলেহাল জামাতের জিম্মাদার আদম আলী জানান, শুক্রবার ভোরে পৌনে ৫টার দিকে সফিকুর রহমান ও বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে সিরাজুল ইসলাম মারা গেছেন। তারা দু’জনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। 

এর আগে ১৪ ফেব্রয়ারি দুপুরে নাটোরের মো. আলী (৫৫) এবং ১৩ ফেব্রুয়ারি দিনগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বরও (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: