চেনা পথে হাটছে বাংলাদেশ, লিটন আউট

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১৯ এএম

নেপিয়ারের মাঠে বড় ব্যাবধানে হারের  পর এবার ক্রাইস্টচার্চের হেগলি ওভালে আরেকটি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে টিম-টাইগাররা কেননা নেপিয়ারের থেকে এখানে ঠান্ডার পরিমাণ অনেকটাই বেশি।
 
এমন কন্ডিশনে আজ টস ভাগ্যটাও ছিল ক্যাপ্টেন ফান্টাসির বিপক্ষে।  টস হরে ব্যাট করতে নেমে শুরুটা দেখে শুনে এগুতে থাকে টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। কিন্তু ক্রিজে তামিমকে বেশীক্ষন সঙ্গ  দিতে পারিনি লিটন কুমার দাস। ট্রেন্ট বোল্টের বলে ক্যাচ দিয়ে ফিযায় প্যাভিলিয়নে আউট হওয়ার আগে করে ৪ বলে মাত্র ১ রান।

উলেখ্য, ২০১৬ সালে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে  টাইগারদের সামনে ৩৪২ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো নিউজিল্যান্ড, জবাবে ৪৪.৫ ওভারে ২৬৪ রানে গুঁটিয়ে গিয়েছিলো বাংলাদেশ। ফলে ৭৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছিলো তারা। 

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫/১ ( ৩.২ ওভার)।
ব্যাটিং: তামিম ইকবাল (২*), সৌম্য সরকার(০*)

বাংলাদেশ একাদশ:  তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম , মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, মাশরাফি মুর্তজা , মুস্তাফিজুর রহমান। 

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম ল্যাথাম (ডব্লু), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, টড এস্টল, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: