মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে...

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৬ পিএম

বগুড়ায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে খাদে পড়ে পারভেজ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে তার সহযোগী আলী জাবের (১১) নামের আরেক কিশোর।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মোমিনপুর টিলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর মুন্সীপাড়ার শাহ আলমের ছেলে। আর আহত কিশোর একই এলাকার হাসান আলীর ছেলে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পুতুল মোহন্ত জানান, পারভেজ চালানো শিখতে বাবার মোটরসাইকেল নিয়ে বন্ধু আলী জাবেরের সঙ্গে বাড়ি থেকে বের হয়। স্থানীয় হাটগাড়ীসহ আশপাশের মাঠ এলাকায় মোটরসাইকেল চালাতে থাকে তারা। একপর্যায়ে মোমিনপুর টিলাবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পারভেজ নিহত হয়।

এছাড়া গুরুতর আহত আলী জাবেরকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: