খুলনায় পরিত্যক্ত অবস্থায় ৩২ গ্রেনেট উদ্ধার 

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১১ পিএম

খুলনার পাইকগাছা উপজেলার লষ্কর ইউনিয়নে চিংড়ির ঘেরের ভেড়ি কাটার সময় সেখানে বেরিয়ে আসে ৩২টি গ্রেনেড। এরপর গ্রামবাসী গ্রেনেডগুলো উদ্ধারে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে যাচ্ছেন বলে জানা গেছে।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে গ্রেনেডগুলো সেখানে পাওয়া যায়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল শেখ জানান, লষ্কর ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের আবুল কালামের ঘেরের ভেড়ি কাটার সময় সেখানে ৩২টি গ্রেনেড দেখা যায়। এলাকাবাসী গ্রেনেডগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে গ্রেনেডগুলো দেখে উদ্ধারের জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময় এখানে পুঁতে রাখা হয়।

বিডি২৪লাইভ/এসএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: