বন্দুকযুদ্ধে ‘নৌ ডাকাত’ নিহত

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪০ পিএম

মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে অন্যতম নৌ ডাকাত ৬ মামলার আসামি হুমায়ুন (৩০) নিহত হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় ডাকাতি মামলায় গ্রেফতারকৃত হুমায়ুনকে নিয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ অস্ত্র উদ্ধারে যায়। এ সময় মুন্সিগঞ্জের মহাকালি ইউনিয়নের তালেশ্বর ব্রিজের নীচে পূর্বে থেকে ওৎ পেতে থাকা হুমায়ূন  বাহিনীর ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে হুমায়ুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ৬ মামলার আসামি হুমায়ুন গুলিবিদ্ধ হয়।  হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

&dquote;&dquote;মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসাইান এ ঘটনার সত্যতা স্বীকার করে বিডি২৪লাইভকে জনান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, রামদা ও চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ পুলিশ সদস্য, এসআই দেবাশীষ কুন্ডু ও এএসআই মিনহাজ আহত হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

জানা গেছে, নিহত হুমায়ুন মুন্সিগঞ্জ সদর থানার কালিরচর গ্রামের মৃত. মোহন বেপারির ছেলে।   

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: