শাজাহান খানকে সংসদে বেশি কথা বলতে দেয়ায় প্রতিবাদ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১০ এএম

সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য (এমপি) শাজাহান খান ৭১ বিধিতে নির্ধারিত ২ মিনিটের বেশি কথা বলায় আপত্তি জানালেন বিরোধী দলীয় চিফ হুইপ সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

রোববার (১৭ ফেব্রুয়ারি) ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে ৭১ বিধিতে শাজাহান খান সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

এ ধারায় বক্তব্য দেয়ার সময় দুই মিনিট শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে তার মাইক বন্ধ হয়ে যায়। এ সময় ডেপুটি স্পিকার তাকে আরও এক মিনিট সময় বাড়িয়ে দেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন, বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলেছেন বিধায় আপনাকে দুই মিনিটের বেশি কথা বলার সুযোগ দিয়েছি।

এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা মাইক ছাড়াই অতিরিক্ত সময় কথা বলতে দেয়ার বিষয়ে আপত্তি জানান। আপত্তি জানানোর পর ডেপুটি স্পিকার বলেন, উনি (শাজাহান খান) বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলেছেন বিধায় তাকে দুই মিনিটের বেশি কথা বলতে দিয়েছি। আপনি (রাঙ্গা) কি বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলা নিয়ে আপত্তি করছেন? বঙ্গবন্ধুর কারণে আপনি চিফ হুইপ হতে পেরেছেন। তা না হলে আপনি চিফ হুইপ হতে পারতেন না।

এর পর মশিউর রহমান রাঙ্গা দাঁড়িয়ে বলেন, আমি বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলার জন্য আপত্তি করিনি। আমি বলতে চেয়েছি ২ মিনিটের বেশি কথা বলা নিয়ে। আমারও ৭১ বিধিতে নোটিশ আছে। সময়ের কারণে এর আগে আমি কথা বলতে পারিনি। সেই বিষয়টি বলতে চেয়েছি।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: