দ্বিতীয় ধাপে ১৬২৬ প্রার্থীর মনোনয়ন জমা

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৯ পিএম

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। যাচাই বাছাই ২০ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। এবং ভোট গ্রহণ ১৮ মার্চ।

দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ ১৮ মার্চ।

তিনি জানান, দ্বিতীয় ধাপের ৫ বিভাগের ১৬ জেলার ১২৪ উপজেলার তথ্য এসেছে। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪৮৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৭৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৬৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে প্রথম ধাপের ৮৬ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ১০৮৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মার্চ মাসে চার ধাপে উপজেলা নির্বাচনের ভোট হবে। এ পর্যন্ত তিনটি ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: