ইবিতে ৩ দিনব্যাপী একুশে গ্রন্থমেলা শুরু

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫০ পিএম

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গ্রন্থমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকরী। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।

মেলার উদ্বোধন শেষে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান।

এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হাসান আজিজুল হক।

এ দিকে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

গ্রন্থমেলা উপলক্ষে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ আর হাতের নাগালেই পছন্দের লেখকদের বই সংগ্রহ করতে পেরে আন্দন প্রকাশ করেছেন অনেকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আদিল হোসেন বলেন, ‘নিজ ক্যাম্পাসে বইমেলা হচ্ছে এটা ভেবেই অনেক ভালো লাগছে। এই মেলা পড়াশোনার পাশাপাশি আমাদের লেখা-লেখির প্রতিও আগ্রহী করে তোলবে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছর এ মেলার আয়োজন করুক।’

একুশে গ্রন্থমেলা উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘আমাদের দেশে বইমেলা অনেকটা ঢাকা ও শহর কেন্দ্রীক হয়ে গেছে। এটিকে যদি আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামে-গঞ্জে ছড়িয়ে দিতে পারি তাহলে দেশে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টি হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর এ ধারা অব্যহত থাকবে।’

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: