বিয়ে বাড়িতে দ্রুতগতির ট্রাক, চাকায় পিষ্ট হয়ে নিহত ১৩

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩৩ পিএম

বিয়ে বাড়িতে দ্রুতগতির একটি ট্রাক ঢুকে পড়ায় এর চাকায় পিষ্ট হয়ে ১৩ জন নিহত এবং অন্তত ৩৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। খবর ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ ও হিন্দুস্তান টাইমসের।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) ভারতের রাজস্থানের প্রতাপগড় জেলার প্রতাপগড়-জয়পুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গুরুতর আহতদের মধ্যে রয়েছে কনেপক্ষের ১৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময়ে হঠাৎ একটি ট্রাক পেছন থেকে এসে বিয়ে বাড়ির মাঝখানে ঢুকে পড়ে। এতে করে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে বাকি চারজনের মৃত্যু হয়।

আহত ৩৪ জনের মধ্যে গুরুতর আহত ১৮ জনকে উদয়পুরের এমবিএস হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে প্রতাপগড় জেলা পুলিশের মহাপরিদর্শক অনীল কুমার বলছেন, বিয়ে বাড়িতে ট্রাক ঢুকে পড়লে ঘটনাস্থলে প্রাণ হারান ৯ জন। পরে হাসপাতালে নেয়ার পথে বাকি চারজনের মৃত্যু হয়। এটা সত্যি কষ্টকর।

পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: