কিউই বোলিং তোপে কাঁপছে বাংলাদেশ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৫ এএম

পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ম্যাচের শুরুতেই হোঁচট খায় টাইগাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ ফর্মে থাকা তামিম ইকবাল এদিন শূন্য রানে ফিরে যান সাজঘরে। তামিম ফিরে যাওয়ার পর আবারও ব্যর্থ তার প্রমাণ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার। তিনি যখন আউট হন তখন বাংলাদেশ সংগ্রহ দুই উইকেটে ১ রান। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই চাপ আরও বাড়িয়ে দেন লিটন কুমার দাস।

সবাই যখন ব্যর্থতার পরিচয় দিয়ে ফিরে যাচ্ছিল সাজঘরে ঠিক তখন উইকেটে এসে দাঁড়াতে চেয়েছিলেন মুশফিকুর রহিম কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেনি তিনিও। দলীয় ৪০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পরে বাংলাদেশ। এর কিছুক্ষণ পরেই ৩৬ বলে ১৬ রান করে ফিরে যান রিয়াদ।

এ রিপোর্ট লিখা পর্যন্ত ১৮ বলে ১৮ রান করে সাইফুউদ্দিনকে সাথে নিয়ে ইনিংস মেরামতের কাজ করছে সাব্বির রহমান।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলে ৩৩০ রান করে নিউজিল্যান্ড। তাই হোয়াইটওয়াশ এড়াতে চাইলে বাংলাদেশকে করতে হবে ৩৩১ রান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৬১/৫ (১৫ ওভার)
বাটিং: সাব্বির রহমান(১৮*) ও সাইফুদ্দিন (০*)

নিউজিল্যান্ড: ৩৩০/৬ (৫০ ওভার)
টার্গেট: ৩৩১ রান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম , মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা , মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, হেনরি নিকোলস, রস টেলর, টম ল্যাথাম , জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

বিডি২৪লাইভ/আইএইচ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: