আগামীকাল লেখকদের বই নিয়ে পথ বইমেলা 

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৫ পিএম

ভাবলে বদ্ধ প্রাঙ্গণে সারিসারি স্টলে থরে বিথরে সাজানো বইয়ের কথাই আসে। তবে বইমেলার চিরায়ত সে দৃশ্যপট খানিকটা বদলে এবার নতুন এক বইমেলার সাক্ষী হলো নাটোর। এবারই নাটোরের ইতিহাসে প্রথমবার হতে চলেছে একদিনের পথ বইমেলা। বইমেলার আয়োজক নাটোর থেকে প্রকাশিত পত্রিকা দৈনিক প্রান্তজন। 

বইমেলায় প্রধান আকর্ষণ প্রথমবারের মতো একত্রে নাটোর জেলার লেখক-কবি-সাহিত্যিকদের সৃষ্টিকর্ম তথা বই প্রদর্শনী। দিনব্যপী বইমেলাটির স্থান নির্ধারণেও যেন বৈচিত্র্য এনেছে আয়োজক প্রতিষ্ঠানটি। শহরের কানাইখালীস্থ নাটোর প্রেসক্লাবের বিপরীতে রাস্তার ধারে বসা চায়ের দোকানগুলোর পেছনে একখন্ড জায়গাতেই বসছে বইয়ের পসরা। 

আগামীকাল ২১শে ফ্রেব্রুয়ারী সকাল ৯টায় উদ্বোধন করা হবে পথ বইমেলাটি। উদ্বোধন করবেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা হামিদা আক্তার বানু। আয়োজক প্রতিষ্ঠান দৈনিক প্রান্তজন বইমেলেটি উৎসর্গ করেছে নাটেরের প্রয়াত তিন সাহিত্যানুরাগী ও লেখক হানিফ আলী শেখ, রশিদুজ্জামান সাথী ও দেবরাজ সাহাকে। বইমেলা চলবে রাত ৯টা পর্যন্ত। 

জানা গেছে, পথ বইমেলাটিতে নাটোরের ৪০ জন লেখক-কবি-সাহিত্যিকসহ শতাধিক দেশবরেণ্য লেখকের বই প্রদর্শনী ও বিক্রয় হবে। প্রথমবারের মতো নাটোরের লেখক-কবি-সাহিত্যিকদের বইগুলো একত্রিত হওয়ার সুযোগে উচ্ছ্বাস বিরাজ করছে তাদের মধ্যে। আগামীকাল ২১ শে ফেব্রুয়ারী সারাদিন লেখক-পাঠকদের সরব উপস্থিতিতে মুখর থাকবে পথ বইমেলা। 

পথ বইমেলার আয়োজক ও দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুর রহমান সেলিম জানান, নাটোরের লেখক-কবি-সাহিত্যিকরা তাদের লেখনী দ্বারা দেশব্যপী সমাদৃত ও পরিচিত অথচ নাটোরের মানুষরাই তাদের সম্পর্কে জানে না। এখানকার লেখক ও তাদের সৃষ্টিকর্মগুলোর সাথে নাটোরবাসীকে পরিচয় করিয়ে দেয়াই পথ বইমেলার মূল উদ্দেশ্য। একটি দায়িত্বশীল দৈনিক পত্রিকা হিসেবে নিয়মিত সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রান্তজন ব্যতিক্রমী এ পথ বইমেলার আয়োজন করেছে। সর্বস্তরের মানুষকে বইমেলায় আমন্ত্রণ জানানো হচ্ছে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: