সীতাকুণ্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা প্রশাসন ও প্রেসক্লাবের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম।

এরপর একে একে উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, পুলিশ প্রশাসন, সীতাকু- প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন পুষ্প স্তবক অর্পন করেন। এদিকে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা উপলক্ষ্যে এক আলোচনা সভা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা ভাষা শহীদদের অবদান স্মরন করেন। এছাড়া দুপুরে প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৌমিত্র চক্রবর্তীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, এম হেদায়ত, জহিরুল ইসলাম, লিটন কুমার চৌধুরী, দিদার হোসেন টুটুল, সাইফুল মাহমুদ, শেখ সালাউদ্দিন, মো: দেলোয়ার হোসাইন খান, আবুল খায়ের, জাহাঙ্গীর আলম প্রমুখ।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: