‘আমার বাবাকে খুঁজে দেন’

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৪ পিএম

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রিয়জনদের খুঁজতে নিজেই একপর্যায়ে বেহুশ হয়ে গেছে তবুও মিলছে না চিরচেনা বাবার প্রিয়মুখটার। জয়নাল আবেদিন বাবুলের মেয়ে নাসরিন বাবার খোঁজে এখন নিজেই বাকরুদ্ধ। দুর্ঘটনার পর থেকেই বাবুলকে খুঁজে পাচ্ছে না তার পরিবার।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতের ওই মর্মান্তিক ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না বাবুলের (৫৭)। তিনি চকবাজার ২৬ নম্বর আজগোর লেনের বাসিন্দা

বাবুলের মেয়ে নাসরিন আক্তার বাবার খোঁজে দিশেহারা হয়ে বাবার ছবি হাতে নিয়ে একবার যাচ্ছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে, সেখানে না পেয়ে আহাজারি করতে করতে ছুটছেন চকবাজার দুর্ঘটনাস্থলে।

ঢামেক বার্ন ইউনিটের সামনে কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘বাবা এশার নামাজ পড়ে বাড়িতে এসেছিলেন। পরে বাসায় এসে কোরআন শরিফ পড়েন।’

তিনি আরও বলেন, ‘তারপর রাত ১০টার দিকে বন্ধুর সঙ্গে ফোনে কথা বলে রহমতগঞ্জে চায়ের দোকানে চা খেতে বের হয়েছিলেন। তারপর থেকে বাবাকে আর পাচ্ছি না।’

‘মেডিকেলে গেছি সেখানে পাচ্ছি না, এখানেও দেখছি না। আপনারা আমার বাবাকে খুঁজে দেন’।

নাসরিন বলেন, ‘বাসা থেকে বের হয়ে ১০টা ২৪ মিনিট পর্যন্ত ফোনে বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। তারপর থেকে তার ফোনও বন্ধ রয়েছে।’

বিডি২৪লাইভ/এসএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: