চকবাজার অগ্নিকাণ্ড, সহায়তায় হট লাইন চালু

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৬ এএম

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি হটলাইন চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হটলাইন নম্বর ৯৫৫৬০১৪। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) চকবাজারের দুর্ঘটনাস্থলে এ তথ্য জানান ঢাকা সিটি মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, ক্ষতিগ্রস্তরা সহযোগিতার জন্য হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। এ হটলাইনের মাধ্যমে চকবাজার থানা ও স্থানীয় কাউন্সিলর অফিসে যোগাযোগ করতে পারবেন ক্ষতিগ্রস্তরা।

মেয়র বলেন, পুরান ঢাকায় কোনো রাসায়নিক কারখানা কিংবা গুদাম থাকতে পারবে না। গত ১৮ ফেব্রুয়ারি থেকে রাসায়নিক কারখানার বিরুদ্ধে তিনি অভিযান শুরু করেছিলেন। কিন্তু তার দুদিনের মাথায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: