পাকিস্তানের কারণে ভারতকে শাস্তি দিল আইওসি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৩৭ পিএম

ভারতজুড়ে এখন শুধু একটাই স্লোগান ‘পাকিস্তান নিপাত যাক’। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পুলওয়ামার অবন্তীপোড়ায় সিআরপিএফের গাড়ি বহরে পাকিস্তানের জঙ্গিদের হামলার পর থেকে দুই দেশের সম্পর্কের এ ধরণের টানা-পোড়া শুরু হয়।

ভারতের ক্রীড়া মহলের দাবি, পাকিস্তানকে বয়কট কর! আর এ গণদাবি মেটাতে গিয়ে চার পাকিস্তানি শুটারকে ভিসা দেয়নি ভারত সরকার। যাঁরা ভারতে অনুষ্ঠানরত শুটিং বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসতে চেয়েছিলেন।

আর এ ভিসাকাণ্ডে বিপদে পড়েছে ভারতের ক্রীড়াঙ্গন।

পাকিস্তানি শুটারদের ভিসা না দেওয়ায় ভারতের ওপর চটেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। বাতিল করে দিয়েছে এই টুর্নামেন্ট থেকে টোকিও ২০২০ অলিম্পিকের জন্য ১৬ জন শুটারের যোগ্যতামান পেরোনোর বিষয়টি।

শুধু শুটিংই নয়, ভারত এ অবস্থান থেকে সরে না এলে কোনো অলিম্পিক ইভেন্টের ভেন্যুই ভারতকে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আইওসি। তাদের মতো একই সিদ্ধান্ত নিতে আইওসি অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাকেও অনুরোধ জানিয়েছে।

এক বিবৃতিতে আইওসি বলেছে, ‘ভারত যেটা করেছে, তা অলিম্পিক সনদের মূলনীতির পরিপন্থী।’ ওই চার পাকিস্তানি শুটারের অংশগ্রহণ নিশ্চিত করতে শেষ মুহূর্তে ভারতের জাতীয় অলিম্পিক কমিটি ও আইওসি যৌথভাবে চেষ্টা করেছিল। কিন্তু যথাসময়ে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হানার পর দিল্লিতে হওয়া শুটিং বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য পাকিস্তানের শুটারদের ভিসা দেয়নি ভারত।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: