নীলফামারীতে দেওনাই নদী উদ্ধার উৎসব পালিত 

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:০০ পিএম

নীলফামারীর ডোমারে দেওনাই নদী উদ্ধার উৎসব পালিত হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের শেওটগাড়ী গ্রামে উদ্ধার উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলসের পরিচালক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে উদ্ধার উৎসবে উপস্থিত ছিলেন, জাতীয় নদী সুরক্ষা কমিশনের সার্বক্ষনিক সদস্য আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাহিনুর আলম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা, সাংবাদিক নাজমুল ইসলাম নিশাত, দেওনাই নদী সুরক্ষা কমিটির আহবায়ক আব্দুল ওয়াদুদ, হরিনচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, ওসি(তদন্ত) বিশ্বদেব রায় প্রমূখ।

উল্লেখ্য যে,দেওনাই নদী নিয়ে নীলফামারীর সদর উপজেলার লক্ষীছাপ ইউনিয়নের বাসিন্দা এবং ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ চলে আসছিল।

এক পর্যায়ে জেলা প্রশাসন উভয়কে নদী ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারী করে এবং নদীটিকে জলাশয় হিসেবে ঘোষণা করার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে। এর মধ্যে জাতীয় নদী কমিশনের সহায়তায় দেওনাই নদীকে সবার জন্য উন্মুক্ত ঘোষনা করেন জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ড.মুজিবুর রহমান হাওলাদার।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: