দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৮:৩২ এএম

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জহিরুল ইসলাম হাওলাদা (৪৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৩ টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জহিরুল ইসলাম শরীয়তপুর সদর উপজেলার মাহামুদপুর এলাকার মৃত সাদেক হাওলাদারের ছেলে। তার মৃত্যু খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্ত্রীর বড় ভাই বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, জীবিকার প্রয়োজনে প্রায় ১৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান জহির। পরে তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। প্রতিদিনের মতো শনিবার নিজ প্রতিষ্ঠানে কাজ করছিলেন জহির। এসময় সন্ত্রাসীরা এসে তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় জহিরকে ছুরি দিয়ে আঘাত করা হয়।

পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা জহিরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহিরের মরদেহ বর্তমানে স্থানীয় একটি থানায় রয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবার।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: