শাহজালালে ইউএস বাংলা বিমানের জরুরি অবতরণ

প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০২:১৫ পিএম

কক্সবাজার থেকে ছেড়ে আসা ইউএস বাংলার একটি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানের পিছনের একটি চাকা ফেটে যাওয়ায় পরে অন্য চাকার সাহায্যে নিয়ে জরুরি অবতরণ করে। ওই বিমানটি ইউএস বাংলার ড্যাশ এইট কিউ ৪০০ বলে জানা গেছে।

বুধবার (১৩ মার্চ) দুপুর ১টা ৩২ মিনিটের দিকে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। তবে এ ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

জানা গেছে, উড্ডয়নের পর উড়োজাহাজটির একটি চাকা ফেটে যায়। এ কারণে অন্য চাকার সাহায্যে বিমানটি শাহজালালে জরুরি অবতরণ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ওই ফ্লাইটে কতোজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি বিমানের এই কর্মকর্তা। উড়োজাহাজটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে।’

তবে এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বিডি২৪লাইভ/এমআর/ এসএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: