মুরগির আক্রমণে শিয়ালের মৃত্যু!

প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ১০:০৮ পিএম

ফ্রান্সে খামারের কিছু মুরগী মিলে একটি ছোট শিয়ালকে মেরে ফেলেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কৃষি স্কুলের খামারে এ ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএফপি জানায়, ওই খাঁচায় তিন হাজার মুরগি ছিল। পরের দিন খামারের এক কোনায় শিয়ালটির মরদেহ পাওয়া যায়। শিয়ালটির ঘাড়ে মুরগির ঠোঁটের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

কৃষি বিষয়ক স্কুল গ্রস-চেনের ফার্মিং-এর প্রধান প্যাসকেল ড্যানিয়েল বলেন, এগুলো এদের (মুরগির) সহজাত প্রবৃত্তি। তারা ঠোঁট দিয়ে তাকে (শিয়ালটিকে) আক্রমণ করে।

পাঁচ একর জমির উপর করা এই খামারে প্রায় ৬,০০০ মুরগীকে প্রাকৃতিক পরিবেশে পালন করা হয়।

এএফপি জানাচ্ছে, দিনের বেলায় খাঁচার দরজা খুলে রাখা হয় যাতে মুরগীগুলো বাইরে ঘুরে-ফিরে বেড়াতে পারে।

ধারণা করা হচ্ছে, সেসময়ই শিয়াল শাবকটি মুরগীর খাঁচায় ঢুকে পড়ে।

এরপর যখন স্বয়ংক্রিয় খাঁচাটি বন্ধ হয়ে যায়, তখন পাঁচ-ছয় মাস বয়সের এই বাচ্চা শিয়ালটি ভেতরে আটকা পড়ে।

‘সম্ভবত এতোগুলো মুরগীর আক্রমণে শিয়ালটি ভয় পেয়ে গিয়েছিল’, ফরাসী স্থানীয় সংবাদপত্র অয়েস্ট ফ্রান্সকে বলেন মি. ড্যানিয়েল।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: